(ছবি সংগৃহীত)
চট্টগ্রাম নগরের জিপিও মোড় থেকে এক নারীনেত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছেন একদল নারী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আটক নারীনেত্রী কানিজ ফাতেমা লিমা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী কানিজ ফাতেমা লিমাকে থানায় নিয়ে আসেন। তিনি বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তাকে আটকের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এইদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নারীদের হাতেই একজন নারীনেত্রীর আটকের ঘটনা অনেকের নজর কেড়েছে।