চট্টগ্রামের ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু!

চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর শান্তিরহাটে ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত রমজান পূর্বতারাকো গ্রামের মৃত হানিফের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে জনৈক আহমেদ ছাফার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয় হাসান নামে একজন। পরে বাজারের ব্যবসায়ীরা রমজান ও হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, ঘটনায় আহত হাসানসহ তিনজন মিলে ছুরিকাঘাতে রমজানকে খুন করেছে। এ ঘটনার হাসানসহ ৫ জন আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় জড়িত হাসানসহ আমরা পাঁচজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে।