গৃহে পূজা করার সুবিধার্থে সহস্র বুদ্ধ প্রতিবিম্ব দান

বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিজে গৃহে বুদ্ধ পূজা করতে এক হাজার বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন ভদন্ত সুগতপ্রিয় থের (থাইল্যান্ড) ভিক্ষু।

শুক্রবার (০২ মে ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের নন্দন কাননস্থ বৌদ্ধ বিহারে বৌদ্ধদের মধ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির, প্রধান ধর্মদেশক ছিলেন একুশে পদকে ভূষিত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, উদ্বোধক সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির, ধর্মদেশক এস লোকজিৎ মহাস্থবির, মৈত্রীপ্রিয় মহাস্থবির, স্বাগত ভাষণ প্রদান করেন ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির আরও উপস্থিত ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির, সাধনানন্দ মহাস্থবির সম্বোধি মহাস্থবির, শীলানন্দ মহাস্থবির, ড. সুমনপ্রিয় মহাস্থবির প্রমুখ।

বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সন্জিব বড়ুয়া (কুমিল্লা) এবং পঞ্চশীল প্রার্থনা করেন মৃনাল কান্তি বড়ুয়া (কুমিল্লা)

বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সন্জিব বড়ুয়া (কুমিল্লা)। এই সহস্র বুদ্ধ প্রতিবিম্ব দান অনুষ্ঠানের আয়োজক বুড্ডিস্ট এডুকেশন ফাউন্ডেশন, কুমিল্লা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। আয়োজকদের পক্ষ থেকে ডাঃ সুপ্ফাচাই, ফ্রেন্ডস এবং থাই বৌদ্ধ গোষ্ঠীকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।