কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ!

কলকাতা আন্তর্জাতিক বই মেলায় অনুপস্থিত বাংলাদেশ প্যাভিলিয়ন !

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ৪৮তম আসরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান।  

আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের অনুপস্থিতি। বই মেলায় প্রতিবছর নিয়মিত থাকা বাংলাদেশ প্যাভিলিয়ন এবার অনুপস্থিত। বাংলাদেশের জায়গায় এবার যুক্তরাষ্ট্র, পেরু, স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্যাভিলিয়ন স্থান পেয়েছে।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী বক্তব্যে বলেন, “কলকাতা বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল যুগের মধ্যেও বইয়ের কদর কখনো কমবে না। বই মানুষের হৃদয়ের কথা বলে।”  

জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য এবারের বইমেলায় বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।  

১৯৭৬ সালে শুরু হওয়া কলকাতা বইমেলা এবার শেষ হবে ৯ ফেব্রুয়ারি। আয়োজক সংস্থা জানিয়েছে, গতবারের মেলায় ২৭ লাখ দর্শক অংশ নিয়েছিল এবং ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল। এবার মেলায় অংশ নিয়েছে এক হাজার ৫৭টি প্রকাশনা সংস্থা, যা গতবারের চেয়ে বেশি।  
বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া এবারের মেলা সম্পন্ন হলেও বাংলাভাষী বইপ্রেমীরা আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশ আবারও কলকাতা বইমেলার অংশ হবে।