আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

চট্টগ্রাম জেলায় আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবার ৮ লাখ ২৫ হাজার ৭১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সিভিল সার্জন বলেন, চলতি বছর চট্টগ্রামের ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৮ লাখ ২৫ হাজার, ৭১৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬- থেকে ১১ মাস বসয়ী শিশু ৯২ হাজার ৭২৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ৭ লাখ ৩২ হাজার ৯৮৯ জন। গত বছর ৯৭ শতাংশ লক্ষ্যমাত্রা অজির্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।