ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে আয়ারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। শুরুতে ভিসা জটিলতায় দলের সঙ্গে যাওয়া হয়নি এই পেসারের। অবশেষে সেই জটিলতা কাটলো। তবে সিরিজ শুরুর আগেই ভিসা পেলেও প্রথম ম্যাচে আমিরের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বুধবার সকালে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ডে পা রেখেছেন। সেখানে গিয়ে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিলেও আমিরের ভিসা প্রক্রিয়াধীন থেকে যায়। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লজিস্টিক বিভাগ আমিরের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে দলের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা রইলো না আমিরের।
আমির আয়ারল্যান্ড পৌছাতে পৌছাতে প্রথম ম্যাচে মাঠে নেমে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টির আগে দলে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। সব ঠিক থাকলে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে দেখা যেতে পারে এই পেসারকে।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। আজ ডাবলিনে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজে। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মে একই ভেন্যুতে।