ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের শুক্রবার (১১ জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, এটিতে বোমা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে আনা হয়। শুরু হয় বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি।
তল্লাশি শেষে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ওই ফ্লাইটে বোমা থাকার খবর নেহাতই গুজব। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, “কাঠমান্ডু অভিমুখী ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি ছিল ফেক (ভুয়া) কল। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।”
Post Views: ৯