বাকলিয়ায় চোরা কারবারী সিন্ডিকেটের হোতা আজগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়ার সন্ত্রাসী ও চোরা কারবারি সিন্ডিকেটের প্রধান হোতা মো. আজগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। (২১ মার্চ) শুক্রবার ভোরে বাকলিয়ার রাজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে অভিযান চালিয়ে তার ভাই ছোটন মিয়াকেও গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আজগর ও ছোটন মিয়া বাকলিয়া রাজাখালী এলাকার হাজী মোজাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজগর অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেলসহ, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বন ক্রয় বিক্রয়ের সাথেও জড়িত ছিল। এছাড়াও আজগরের আরেক ভাই আলমগীর ৩৫নং বক্সিরহাট যুবলীগের সস্বস্ত্র ক্যাডার। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দলের প্রভাব খাটিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও কোটি কোটি টাকা অবৈধ সম্পত্তি থাকারও অভিযোগ দুদকে আছে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, এসআই মোবারক হোসেন, এসআই শফিউল্লাহ, এসআই আনোয়ার হোসেন, এএসআই মোশারফ হোসেন, এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানিক টিম অভিযানে নামে। অভিযানে আজগর ও ছোটনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।