ডেস্ক নিউজ : পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়” পরিদর্শনে গেলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটির সভাপতি আবু মোহাম্মদ মহসিন চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুর রহমান, সাবেক শিক্ষানুরাগী সদস্য শফিউল আজম।
এই সময় নতুন কমিটির সম্মানিত সদস্যদের বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এদিন প্রতিষ্ঠানের তিনজন স্কাউট সদস্য জাতীয় পযার্য়ে প্রেসিডেন্ট’স স্কাউটস আ্যওয়াড প্রাপ্ত হওয়ায় অভিনন্দন জানানো হয়। পরে নতুন সভাপতি সবার সাথে কুশল ও মতবিনিময় করেন। পরিদর্শনে আসায় সভাপতিসহ সকল সদস্যদের বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এই সময় আবু মো মহসিন চৌধুরী বলেন, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় উন্নয়নে তিনি সব সময় সচেষ্ট থাকবেন, এই বিদ্যালয় যেন শিক্ষা, সংস্কৃতিতে তথা ছাত্র ছাত্রী উন্নত শিক্ষা গ্রহণ করে, ভালো ফলাফল অর্জন করে চট্টগ্রাম বোর্ড তথা সারা দেশে সুনাম অর্জন করতে পারে সেইদিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখা হবে, পরিশেষে নতুন সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।