চট্টগ্রামে ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের!

(ফাইল ফটো)
বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ মাস পর হামলা, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের অভিযোগে দেশত্যাগ করা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজনাউ এর সর্বশেষ খবর পেতে গুগল নিউজ অনুসরণ করুন
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করা হলেও সেটা জানা যায় শুক্রবার (১৪ মার্চ) রাতে। মামলাটি দায়ের করেন এজাজ খান নামে এক ব্যবসায়ী।
মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও হেলাল আকবর চৌধুরী বাবরদের।
মামলায় এজাজ খান উল্লেখ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেলে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে। এতে বাদী এজাজ খানের ছেলে ইয়াস শরীফ খান গুলিবিদ্ধ হন। তিনি এখন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জনকে।