একটি মানবগোষ্ঠী ছিলো যাদের ’ডেনিসোভান’ বলা হয়ে থাকে

খ্রিস্টপূর্বাব্দ ৪ লক্ষ থেকে ৪৮ হাজার বছর আগে একটি মানবগোষ্ঠী ছিলো যাদের ’ডেনিসোভান’ বলা হয়ে থাকে, এরা আমাদের এশিয়া মহাদেশে বসবাস করতো। তখন দক্ষিণ এশিয়ার উপকূল বরাবর আফ্রিকা থেকে বিস্তৃত মানুষের সাথে আন্তঃপ্রজনন করে।

২০১০ সালে (২০০৮ সালে সাইবেরিয়ান গুহা থেকে পাওয়া জীবাশ্ম গবেষনা করার পর) প্রমাণিত হয় যে, এই ‘ডেনিসোভান’ মানব প্রজাতির ডিএনএ নিউ গিনির মানুষের ডিএনএ’র সংগে সম্পর্কিত ছিলো।

পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স এবং অন্যান্য আশেপাশের দ্বীপের আদিবাসীদের ডিএনএর প্রায় ৩% থেকে ৫% ডেনিসোভান থেকে এসেছে, যারা এমনকি ৮ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে আফ্রিকা ছেড়ে এসব অঞ্চলে চলে গিয়েছিলো।

২০১৪ সালে বিজ্ঞানীরা রিপোর্ট করেছেন যে বিলুপ্ত ডেনিসোভান এবং কিছু আধুনিক তিব্বতি এবং শেরপাদের মধ্যে একটি জেনেটিক মিল রয়েছে।
(তথ্য ও ছবি সংগৃহীত)